Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আপনাকে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, সাঁথিয়া, পাবনা এর ওয়েব পোর্টালে স্বাগতম।


শিরোনাম
সাঁথিয়ায় ফসলের বীজসার ও গাছের চারা বিতরন উদ্বোধন
বিস্তারিত
                                

সাঁথিয়ায় ফসলের বীজসার ও গাছের চারা বিতরন উদ্বোধন

                                                           জুন ২৪, ২০২৫                                                   

                           

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ “কৃষিই সমৃদ্ধ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় গ্রীষ্মকালীন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বীজ, সার ও বিভিন্ন প্রকার গাছের চারা বিতরন উদ্বোধন অনুষ্ঠিত হয়।
 মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা চত্তরে কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জিব কুমার গোস্বামীর সভাপতিত্বে উক্ত বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না। ২০২৪/২৫ অর্থবছরে প্রনোদনা কর্মসুচীর আওতায় খরিপ-১ ২০২৫-২৬ মৌসুমে আবাদসহ উৎপাদন বৃদ্ধির জন্য গ্রীষ্ম কালীন পেয়াজ ফসলের বীজ- সার ও বালাইনাশক, রোপা আমন বীজ ও সার, শাক সবজীর বীজ সার, লেবুর চারা ও জৈব সার, তালের চারা ও বেড়া, নারিকেল চারা, আমের চারা, নিমের চারা, বেলের চারা, জামের চারা, কাঠালের চারা কৃষক, বিভিন্ন প্রতিষ্ঠান ও চিক্ষার্থীদের মাঋে বিতরন করা হয়।  এসময় আরে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুর রহমান, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার নুরে আলম বাপ্পী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
24/06/2025
আর্কাইভ তারিখ
31/08/2025